আমি

আমি কাঁদি গভীর রাত্রে নিঃশব্দে,
আমি হাসি দিবালোকে প্রকাশ্যে।
আমি অনুভব করি সংসারের জটিলতা ,
আমি বুঝতে পারি ভালোবাসার অভাবটা।

আমি দেখেছি ভালোবাসার ভেদাভেদ ,
আমি দেখেছি সম্পর্কের বিচ্ছেদ ,
দেখেছি বছরের ওই একটি সময়ে -
পুজোর ওই মাত্র চারটি দিনে ,
সক্কলে আত্মীয়স্বজনকে নিয়ে
থাকে কত্তো খুশি মনে।

আর পুজোর পঞ্চম দিনে
সক্কলে মজে যায় নিজ সংসারে।
সংসারের জটিলতায় লিপ্ত হয় গোপনে ,
দিনগুলো বইতে থাকে আপন স্রোতে।

আমি কাঁদি, পুজোর ওই চারটে দিনেও কাঁদি ,
শুধুই অঝোরে কাঁদতে থাকি আমি।
নীরবে নিভৃতে একান্তে ,
মনুষ্যলোকের দৃষ্টির বাইরে কল্পনার জগতে
স্বপ্ন দেখি এক বিশাল পৃথিবীর ,
যেখানে শুধুই দেবতাদের ভীড় ,
যেখানে নেই ভ্রাষ্টাচার, নেই রাজনীতি ,
যেখানে শুধুই দেবী,দেবতা আর প্রকৃতি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মাতৃভাষা

কালবৈশাখীর আগমনে

মাতৃত্ববোধ