ঠাম্মি-বোন

বোনটি আমার চলে গেছে
কত্তকাল আগে,
ঠাম্মি তার পিছু নিয়েছে
থাকে তার সাথে।

ঠাম্মি-বোন স্বপ্নে এসে বলে -
তোরা থাকিস বিপদ সামলে,
মোদের স্বর্গে নেই কোনো দুঃখ কষ্ট।
আমরা আছি বেশ তো ,

তোদের নিয়েই চিন্তা করি ,
সকাল বিকাল সারাবেলা।
কাজের ফাঁকে উঁকি মারি ,
এই তো মোদের মরণখেলা।

ঝগড়া-ঝাঁটি ,অশান্তি  শুধুই চোখে ভাসে-
এই  তো  শুধু তোদের দেশে।
পরিবারেও তোদের রাজনীতি দেখি,
আর তোদের এই জীবনখেলায় যখন তখন শিউরে উঠি।

বলা শেষ হলেই ,
ঠাম্মি বোন শুধুই পালায়।
ঘুম আমার কাটলে পরে ,
দেখি আমি বিছানায়।




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মাতৃভাষা

কালবৈশাখীর আগমনে

মাতৃত্ববোধ