দূর্গা মা

মাগো চারটে দিনে কি হবে বল,
তুই আমার সাথে চল।
গোটা গ্রাম ঘুরলে পরে,
প্রাণ যাবে শিউরে।
তুই যখন আসিস মা ,
চারটে দিনে কিছুই দেখতে পাস্ না।
ওই চারটে দিনে সবাই ভদ্র সেজে থাকে,
হাসি,খুশি ,খাওয়া দাওয়া তে শুধুই মাতে।
সব্বাইকে আপন করে নিজেকে ব্যস্ত রাখে।
জানিস মা,তুই যাওয়ার পর-
আপন কেমন হয়ে যায় পর।
সবাই তোকে বড্ড করে ভয় ,
আসল রূপ দেখতে গেলে ওই চারটে দিনে কি হয় ?

থাকিস মা সারা বছর, দেখিস মা আসল চেহারা,
দেখিস মা কত মানুষ কেঁদে কেঁদে দিশাহারা।
তুই থাকিস বলে,
সব্বাই দুঃখ টা ভুলে,
থাকে মা তোর পানে চেয়ে।
থাকিস মা সারাটা বছর ,দেখিস সবার কান্না,
দেখবি তখন আর ছেড়ে যেতে পারবি না।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মাতৃভাষা

কালবৈশাখীর আগমনে

মাতৃত্ববোধ