চিঠি







































 অসংখ্য অক্ষর দিয়ে
ছোট্ট ছোট্ট শব্দ থেকে
সুন্দর সুন্দর বাক্য বানিয়ে,
রচনা হয় আমাকে।

রকম রকম অনুভূতির স্পন্দন
আমার শিরায় শিরায়-
কখনো তীব্র আঘাতের কম্পন
কিংবা আনন্দের বিজয়-
ধ্বনি আমার রক্তে মিশে,
কখনো অক্ষর গুলোর মাঝে
ধনী গরিব নির্বিশেষে-
হাসি কান্নার ছবি ভাসে।

আমার অক্ষর দিয়ে
সুন্দরভাবে দিই সাজিয়ে,
অনুভূতি প্রাণবন্ত হয়ে ওঠে।
এক গৃহ হতে অন্য গৃহে
সংবাদের যাতায়াতে-
সবাই ভরে ওঠে পরিপূর্ণতাতে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মাতৃভাষা

কালবৈশাখীর আগমনে

মাতৃত্ববোধ