রাস্তা



zigzag road এর ছবির ফলাফল


আমার জন্মের ইতিহাস যা সবার অজানা
আজ উজাড় করে দেব সেই তথ্য খানা।

শুরুতে শুধুই গাছ গাছড়া তে ভর্তি চারিদিক
মানব সভ্যতা ছড়িয়ে পড়লো এদিক ওদিক।
ব্যাস ,শুরু হয়ে গেলো তোড়জোড়
চারিদিক শুধু গাছ কাটার ভিড়।
শুরু হলো নতুন নতুন চিন্তা ভাবনা
সকল মানুষের পরস্পর এর সাথে যোগাযোগ এর বাসনা।
লাইন দিয়ে শুধু গাছের পর গাছ কেটে যাওয়া।
আমার আগমন ,তোমার বিদায় নেওয়া।
আমার জন্ম মানেই তো তোমার মৃত্যু।
পাশাপাশি আমার তোমার অস্তিত্ব-
মানবসভ্যতার জাল বিস্তারের কারণ
আমি আর তুমিই তাদের বেঁচে থাকার উপকরণ।

এইভাবে জন্ম হলো আমার ,বাড়তে থাকলো শাখা প্রশাখা
ঠিক সেইভাবে কমতে থাকলো গাছপালার সংখ্যা।
আমার আশে পাশে গড়ে উঠলো ঘর বাড়ি
গাছেদের মৃত্যু রক্তে ভরে উঠলো আমার ধমনী।













মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মাতৃভাষা

কালবৈশাখীর আগমনে

মাতৃত্ববোধ