গুরুদংমার লেক

    See the beauty of this lake and co relate this with the below mentioned Poem    
   
gurudongmar lake এর ছবির ফলাফল




               

সৌন্দর্যের প্রতিযোগিতায় তোমার নাম শীর্ষে,
তুমি সবার ওপরে নামে  আর যশ এ।
বৈশাখ ,জ্যেষ্ঠ এ কিংবা কার্তিক অঘ্রানে
ভ্ৰমণকারীরা তোমার মনে গর্ব আনে।
তুমি এই প্রসন্নতাই আরো সুন্দর হয়ে ওঠো,
চারিদিকে নীল আভা ছড়াও। 
আকাশ নীল,পাহাড় কালচে সবুজ আর মধ্যখানে -
পাহাড়গুলো বরফের আচ্ছাদনে।
শুধু ই কি তাই ? বিচ্ছিন্নভাবে পড়ে থাকা
নুড়ি পাথরগুলো ব্যস্ত হয়ে পড়ে নিজেদের গোছাতে।
মেঘগুলো ও তুলোর মতো হয়ে ভাসতে থাকে।
মেঘেদের রাজা -কালো মেঘের দরজা বন্ধ রাখে।
মেঘ,বরফে ঢাকা পাহাড় ,নীল আকাশ ,নীল লেক
সব মিলে তুমি সুন্দর,আর আমরা নির্বাক।

                             

নেই কোনো ভাষা যা দেবে তোমার বিবরণ,
তোমরা সব্বাই মিলে মনে জাগাও শিহরণ।
আমরা তোমার বাহ্যিক সৌন্দর্যে অভিভূত,
তোমার মনে জমে থাকা পুঞ্জীভূত
বেদনার কয়জন ই খবর রাখে ?
আষাঁড় , শ্রাবনে কিংবা পৌষে মাঘে-
এই কঠিন সময়ে কে তোমায় দেখে ?
চারিদিকে বরফ আর কালো মেঘের তীব্র গর্জনে,
লেকের জল আর নুড়িপাথরগুলোর অসহায় কম্পনে,
পাহাড় থেকে ধস আছড়ে পড়ে তোমার হৃৎপিণ্ডে।
আশেপাশে না কোনো মানুষ না কোনো জন্তু
না আছে গাছেদের সঙ্গ ,না কোকিলের কুহু কুহু।

                                 

শুধুই কি সৌন্দর্যের চূড়ায় তুমি ?
উচ্চতা তেও শীর্ষে তুমি।
এতো উঁচু  থেকে নিচুটা -ঝাপসা ,তোমার চোখে
তাই কষ্ট ভাগ করার মতো কেও থাকে না কাছে।
আমাদের জীবনের সাথে তোমার অনেক মিল।
উঁচু শ্রেণীর লোকজনের বেদনা অন্তরের অন্তস্থল
,ঢাকা থাকে টাকা আর বাহ্যিক সুখের চাদরে ,
তাদের সুখ সাধারণ মানুষের নজর কাড়ে।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মাতৃভাষা

কালবৈশাখীর আগমনে

মাতৃত্ববোধ