onsite -আধুনিক যুগের প্রয়োজনীয়তা


আজকাল এই software এর যুগে,যে লাখ লাখ software engineer দেশে তৈরি হচ্ছে,তারা কি দেশের মধ্যে satisfied job পাচ্ছে ?TCS,WIPRO,CTS এর মতো অনেক কোম্পানি তে job পাচ্ছে ঠিকই,কিন্তু সেই job satisfied লেভেলে কতদিন থাকছে ?যাদের বয়স 21,সবে চাকুরীতে ঢুকেছে,তাদের জন্য প্রচুর চাকরি,তবে অবশ্যই পশ্চিমবঙ্গের বাইরে।আর যাদের বয়স 35-50 years এর মধ্যে, 14 years এর বেশী experience,কি তাদের পরিণতি ?একটা অবহেলার ঝড় তাদেরকে উড়িয়ে নিয়ে যায় সংসারের বাইরে,বহু দূরে,দেশের বাইরে।এটা যেন দিনে দিনে প্রয়োজনীয় হয়ে উঠেছে।দেশ ছেড়ে,নিজের বয়স্ক বাবা,মা আর বও বাচ্চা ছেড়ে দেশের বাইরের প্রজেক্ট এ নিযুক্ত হওয়া।এতে নাকি প্রচুর টাকা কামানো যায়,অফিসে একটা আলাদা dignity পাওয়া যায়। যখন বাড়ির মালিক বাড়ির পরিবারকে ছেড়ে বিদেশে পাড়ি দেয় নিজের চাকুরীকে টিকিয়ে রাখার জন্য,তখন মালিকের পরিবার এর অনেকটাই খারাপ লাগে ঠিক ই,কিন্তু ক্ষতিগ্রস্ত হয় ভারতবর্ষ। কই,আমেরিকার লোক বা আর্জেন্টিনার লোক তো আসে না ভারতে চাকরী করতে?আমাদের দেশের প্রতিটা রত্ন কাজ করছে বিদেশের হয়ে। ভারত সত্যিই গরীবের দেশ,তা না হলে 70% software engineer দেশের বাইরে যাবেই বা কেন ? এই দেশে infrastructure,multiple projects এর রাতারাতি উন্নতি হওয়া উচিৎ,দেশের অর্থনীতির দিকে management এর focus করা উচিৎ।তা না হলে,একদিন 99% software engineer পাড়ি দেবে বিদেশ । next generation এইসব পরিণতি দেখে চাকুরিজীবনের শুরুতেই পাড়ি দেবে বিদেশে।এর ফলে domestic projectগুলোর জন্য আর software engineer পাওয়া দুস্কর হয়ে উঠবে

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মাতৃভাষা

কালবৈশাখীর আগমনে

মাতৃত্ববোধ