জীবননৌকো

picture of a life and death এর ছবির ফলাফল

নদীর এপারে লোকের প্রচুর ভীড় ,
সাথে ঐপারে যাওয়ার ইচ্ছা প্রচুর।

লাইনের পর লাইন ,আর কিছু না -
ঠেলাঠেলি,রেষারেষি আর মারামারি।

একটার পর একটা নৌকো আসছে ,
লাইনমতো সব একে একে চাপছে।

জাহাজ নাকি নৌকো -যার ভাগ্যে যা জোটে
চালক কি আর সেসব খবর রাখে ?

যাত্রাপথে -নৌকোডুবি তুফানের তরে
না কি স্নিগ্ধ শীতল মনোরম বাতাসে -

পৌঁছে যাবো অজানা ওই পারের  তরে
ফেলে আসা এপার টানবে সব্বাইকে

এপার আর ওপার যাওয়া আসাতে
ভুলে যায় বলেই জীবন শুধু খেলে।

(বিঃ দ্রঃ - কবিতা টিতে চৌদ্দ্য টি লাইন আছে আর প্রতিটা লাইনে চৌদ্দ্য টি অক্ষর আছে )

Translation


Life- Travelling by Boat or Ship

Imagine the life with a Vast River. There are lots of boats and ships available across the both sides of the River.There is a huge line for getting the boats /ships for going to the other side of the River.One by one boats/ships are coming for taking us. How someone may get the ship completely depends on the line position which is unknown to the person and also the availability of the ship at that particular time.After getting the  boat/ ship, journey starts.Someone may travel by boat with a gentle wind blowing throughout the journey and making the journey peaceful, similarly someone may travel by ship but the journey may become hectic, a big storm may hamper the journey.But whatever is the journey,ultimately we all will go to the other side of the River and will forget about this side where we picked the Boat/ship. And as we forget, again we will become busy in picking up the boat/ship for coming back to this side of the River. Forgetting is the most vital driving force and for this,simply we are travelling from Birth to Death and again Death to Birth.




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মাতৃভাষা

কালবৈশাখীর আগমনে

মাতৃত্ববোধ