জে.কে.এম

আমার best school friendsদের জন্য :

জে.কে.এম.

আমি লিখছি আমার মতো করে ।
মাঝে মাঝেই মোবাইলটা বেজে ওঠে ।
জানি এটা তোরা ছাড়া আর কেউ না ,
তখনই থেমে যায় আমার সব ভাবনা ।
তোরা যেমন আমার সবচে আপনজন ,
ঠিক তেমনি লিখাটাও যে আমায় ছাড়া থাকে না একটুক্ষণ ।

বলতো জয়িতা কৃষ্ণা মুকুল
কেমনে করি তোদের আকুল ব্যাকুল ?
আমার লিখার সাথে তোরাও চল
লিখার হাত ধরে চল যায় জঙ্গল
লিখা যদি স্পর্শ করে বাঘকে
চল লিখার হাত ধরে আমরাও ঢুকে পড়ি বাঘের খাঁচাতে।
লিখা যদি ঝাঁপ দেয় ভরা নদীতে,
চল আমরা সাঁতার কাটি লিখার সাথে।
লিখা যদি ঝর্না হয়ে নামতে থাকে,
আমরাও ঝর্নার আনন্দে মেতে থাকি একে অপরের সাথে।
লিখা যদি ঝাঁপ দেয় পাহাড় থেকে
চল চেষ্টা করি লিখা যেন বেঁচে থাকে ।
আমাদের বন্ধুত্বও যেন আজীবন বেঁচে থাকে ।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মাতৃভাষা

কালবৈশাখীর আগমনে

মাতৃত্ববোধ