প্রকৃতির উত্তর মানুষকে

বিশেষ দ্রষ্টব্য : এই লিখাটা আমার নয়,whatsapp থেকে নেওয়া।কিন্তু এর উত্তর টা আমার লিখা ।

from whatsaapp

*বর্ষা তুমি শৃঙ্খলা শিখবে কবে?*
নিজ অধিকারে তুষ্ট থাকতে হবে।
আষাঢ়, শ্রাবণেই তোমার অধিকার জেনো,
এই আশ্বীনে বর্ষা উৎশৃঙ্খলতাই মেনো।
সমাজের মাঝে নিয়ম মানতে হয়,
দেখেছ কি কভু প্রচন্ড শীত ঐ গ্রীষ্মের মাঝে হয় ?
বর্ষাকালে  শিশির দেখেছ কভু?
নিজেকে তুমি ভাব কি সবার প্রভু?
অপরের সুখে গাত্রদাহ নয়
শরতের পূজায় বিদায় নিতে হয়।
পূজায় লোকের আনন্দ মাটি করো,
তাইতো মোরে আজি কলম ধরতে হল!
বাকি পাঁচ ঋতুকে দেখে তো একটু শেখো,
নিজ দুই মাসেই সীমাবদ্ধ থেকো।
                                 ----
আমার লিখা :

প্রকৃতির উত্তর মানুষকে

মানুষ তুমি তোমার সীমার মধ্যেই থেকো  ।
আমায় জ্ঞান দেওয়ার আগে নিজেকে ঠিক রাখো ।
তুমি জানো না গাছ কাটতে নেই ?
তোমার তো বিন্দুমাত্র নিজের ভালো মন্দ সম্পর্কে জ্ঞান নেই ?
তুমি জানো না জলের অপচয় করা মানা ।
নদীর জলকেও দূষিত করাটাও মানা ।
শরৎকালে প্রচুর গরমে ক্লান্ত হলে,
আমায় কেন ডাকতে থাকো মনে মনে ?
আমি প্রকৃতি কি তোমাদের মতো করে চলবো ?
আর তোমরা কি আমায় মেশিনের মধ্যে বন্দি করেরাখবে ?
এমনটি কভু হবে না জেনে রেখো
তাই নিজেকে নিজের সীমার মধ্যে রেখো ।।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মাতৃভাষা

কালবৈশাখীর আগমনে

মাতৃত্ববোধ