পোস্টগুলি

ছোট্ট মেয়ে

বাড়ীর বড্ডো আদুরে মেয়ে। বাবা মা তার মুখ চেয়ে - ভাবতো শুধু - মেয়ে কখন চাকুরী টা পাবে ! চিন্তাগুলো কিছুটা হলেও দূর হবে। বয়স এখন পনেরো ,তবু হলো না এখনো বড়ো, অন্ধকারে এখনো ভয়ে জড়োসড়ো ! কি জানি বিয়ের পর কেমন হবে শশুরবাড়ি ! চাকরি করা মেয়ে ,কেমন চোখে দেখবে তারা কি জানি ? মেয়ে আমার বড্ডো স্পষ্টবাদী, অন্যায় দেখলেই হয়ে ওঠে প্রতিবাদী। নিজের কাজ নিজেই করতে পারে, রান্নার কাজেই শুধু বিরক্তি তার ধরে। কথায় কথায় তক্কো যদিও করে , গুরুজনদের পা ছুঁয়ে নমস্কার ও কিন্তু করে। মেয়ে আমার আলসেমির ধারে কাছে কভু যায় না কো, মেয়ের আমার বড্ডো শক্তি ,বিপদ দেখে পালায় না কো।

জীবনকথা

সবার জীবনই ছোট্ট বড় গল্প। সব্বাই যদি লিখে অল্প অল্প, হবে নানা রকমের উপন্যাস। সব মিলে বিশাল এক ইতিহাস। তোমার দুঃখ - আমার সুখ, আমার সুখ - তোমার দুখ, সব কিছু হয় যদি জানাজানি, কষ্ট কমবে একটুখানি। দেখতে পাবে সব্বাই গাঁথা আছে- সুখ দুঃখের মাঝে। শুধুই তফাৎ সেইখানেতে, তোমার সকাল আমার সাঁঝবেলাতে। আরো একটা মস্ত বড় তফাৎ- লুকিয়ে থেকে করেছে বাজিমাত। তোমার আমার সাঁঝবেলার রং সবেরই আলাদা এক ঢং।

বাবা

আমি শুধু না -গোটা গ্রামবাসী বলে পুরো গ্রাম মাঝে তুমি হীরে হয়ে কি করে জন্মালে ! ছোট্ট তুমি ,বয়স তোমার সবে পাঁচ - ধ্বসে পড়লো তোমার আনাচ কানাচ।  তুমি হারালে তোমার বাবা কে ওই টুকু বয়সে ! দৃঢ় চিত্তে নিজের মা কে আগলে রাখলে কত অনায়াসে। তখন থেকে ঠাম্মা শুধু তোমায় আঁকড়ে বাঁচে।  ভাগ্য হয়তো ছিল সাথে, তাই অগাধ ভালোবাসা পেতে।  তোমার প্রথম শিক্ষক তোমায় স্কুলে না পেলে - তোমায় খুঁজতে যেত স্কুলের সব কাজ ফেলে।  এমন মহান শিক্ষক আজকাল কি মেলে ? টাকা কড়ি ছাড়া কি জীবন চলে ? তার ই অভাব মেটাতে তোমার মামাবাড়ি ছিল তোমার সাথে।  বিশ্বাস করি না ভগবান কে,  আমার বিশ্বাস শুধু তোমাকে।  তাই তো ছোট্ট বেলা টা ভরিয়ে রেখেছিলে সুখে, মেয়েদের কে এমন সুখে কয়জন রাখে ? অভাবের মধ্যেও কত দান  করেছো- তাই গরিবদের কাছে ভগবান হয়েছো।  তোমার মন খুব ভালো তাই তো, তুমি খারাপ থাকলে আমার ভগবান কাঁদবে কতো।  ছোটবেলা থেকেই তুমি খুব স্বাধীন।  আমিও তোমার মতো, ভালোবাসি না - হতে পরাধীন। স্যালুট জানাই তোমার ইচ্ছাশক্তিকে !  প্রয়োজনীয় পরিবেশ পেলে দিতে চমকে।  শির নতো করি তোমার জ্ঞানের ভাণ্ডারের কাছে

মাসি থেকে মাসিমা

সত্যি বলছি মা ছাড়া  কেউ আমায় এমন করে - আগে কক্ষনো যত্ন করে,  দেয় নি খাবার অফিস যাওয়ার আগে।  তোমার হাতে ভালোবাসার ছোঁয়া লাগে  আমার অন্তরে।  অথচ দেখো সবে চারদিন হলো,  এসেছো সেই গ্রাম থেকে সব ছেড়ে,  আমাদের দেখবে বলে,এসেছো আয়া হিসেবে।  রক্ত সম্পর্ক নাই বা থাকলো- এরই মধ্যে কেমনে জড়ালো  তোমার আমার সম্পর্কের সুতো  তুমি আমার মাসিমা ,মাসি নও তো।    সত্যি বলছি মা ছাড়া কেউ আমায় এমন করে - আগে কক্ষনো যত্ন করে,  দেয় নি খাবার অফিস যাওয়ার আগে।  দেখো তোমার থেকে মা এর গন্ধ আসে  কত সহজে - আমার নাকে।  থাকবে তো এমনিভাবে ? রাখবো তোমায় সযতনে।  যদি তোমায় পেতাম আরো একটি বছর আগে,  পৃথিবীটাই আমার বদলে যেত,  পড়াশুনাটা আরো ভালো হতো তুমি থাকলে পাশে ,ছেড়ে দিতাম কি পড়া টাকে ? বিয়ের পর মা বাবার কথায় কি কিছু হয় ? সব কিছুই শশুড়বাড়ির জন্যই রয়।   তারা তো ছিল না পাশে ,বুঝলো না আমার যন্ত্রনা।  তুমি আগে এলে হতো না এতো কষ্ট বেদনা।  সত্যি বলছি মা ছাড়া কেউ আমায় এমন করে - আগে কক্ষনো যত্ন করে,  দেয় নি খাবার অফিস যাওয়ার আগে। 

A special request to the Teachers

ছবি
To, All principals of all Schools, Dear Sir/Madam, Request you to read my request and consider the same.It is my humble request to all the class teachers who take classes of nursery to class 2 that they should give importance on teaching the behaviour,manners,disciplines,eating rather than dancing,swimming and singing. Anybody at any age can learn reading,swimming,dancing,singing and can gather knowledge at any time.But behaviour to their parents,elders and good manners cant be learnt beyond the littler stage.You may say that for building the behaviour,parents are there.Of course,parents are there but scenario has been changed drastically.Little learners obey their class teacher like God.Whatever the teachers teach in the class,little learners will not do a dot beyond that.Also ,teachers should inform the little learners that little learners should obey their parents and parents are their primary teachers and that is the reason for sharing everything happening outside their

নতুন জীবন

এখন তোমার নতুন এক জীবন তোমার গোছানো ফ্ল্যাট - তোমারেই ভুবন। এখন তুমি তো দিব্যি রান্না করছো। আমি যখন ডাকতাম তোমায় - আমাদের ফ্ল্যাট এর রান্নাঘরে, কি বিরক্তি ই না তুমি প্রকাশ করেছো। অথচ দেখো আজ আমি নেই তোমার পাশে সব কাজ ই করছো শুধু নিজের সাথে। আচ্ছা এখনো কি তুমি অফিস যাওয়ার আগে ঐভাবে বসে থাকো ? নাকি ব্যস্ত তুমি নানান কাজে -ব্রেকফাস্ট বানাতে আর ঘর গোছাতে ! মনে পড়ে তোমার সাথে আমি কতই না ঝগড়া করেছি কোমর বেঁধে ওই যে তুমি সকালবেলাটা  নষ্ট করতে শুধু বসে থাকাতে - তাতে আমার ঘোর আপত্তি,তাইতো তোমার মা থাকে না আমার সাথে। বড্ডো মুখরা আমি ,যা সত্যি তাই তো বলে দিই অকপটে। আর -ঘর ঝাড়ু দেওয়া থেকে শুরু করে মোছাটাও কি করো ? নিজে রান্না করে নিজেই খাবার নিতে ,কেমন লাগে বলো ? আচ্ছা তুমি যখন কয়েক মাস পর ফিরে আসবে আমাদের ফ্ল্যাট এ - তখন কি তুমি আবার ফিরে যাবে পুরানো দিনের বদ  অভ্যাসে ? নাকি আমি পাবো নতুন করে তোমাকে ভালো লাগে যখন তুমি গুরুত্ব দাও কাজ কে। আর তোমার মনে আছে -আমি যা কিছু করতে বলতাম তোমায় ,তুমি সব কিছুই বলতে -করবে কাল কে। তুমি কি এবার  ফিরে এসেও তাই করবে ? যদিও আমার জীবন

শিল্পী

শিল্পীরা বোধ হয় বড্ড অভিমানী একরাশ বুকভরা বেদনা নিয়ে তারা সত্যিই ধনী। আশেপাশের মানুষ কি তাদের বোঝে? আর না বুঝলেও শিল্পীরা কি তাদের পরোয়া করে ? শিল্পীরা বাস্তবের ছায়াতে কল্পনার পথে চলে, তার পথের সাথী ও কি তার মনের কথা বোঝে ? শিল্পীরা বড্ড আনমনা । নিজের মধ্যেই চেপে রাখে যন্ত্রণা। দুনিয়া টাই বড্ড স্বার্থপর, কে যে আপন আর কে যে পর জানেন শুধু ঈশ্বর।