পোস্টগুলি

অপেক্ষা

দিন মোর কাটে শুধু তোর অপেক্ষায়, কখন নতুন জ্যাকেটগুলো পাবে  ঠাঁই , আমার পরনে , এখনো পরে কভু দেখি নাই , গত বছর তুই যাবার পরে , কিনিয়াছিলাম উটি  এর বাজারে। মনে আমার আনন্দ নাহি ধরে। অন্য বছরতো  হেমন্তের নামটা দিস মুছে , এইবছর কেন রে তুই এতো আছিস পিছে ? অন্য বছর তো বেশ ঝগড়া করিস হেমন্তের সাথে , এই বছর কেন রে শান্ত রেখেছিস নিজেকে ? তুই এলে তবেই না পরবো নতুন জ্যাকেটগুলো , ফেসবুকে দেব তো ফটোগুলো। তাড়াতাড়ি আয় , আমরা সব্বাই তোর অপেক্ষায় !

ভালোবাসা

ভালোবাসা বড্ডো খামখেয়ালি। বিবাহের প্রাক্কালে এক রং নিয়ে তার আগমন , আর বিবাহের পরে অন্য রং এর উন্মোচন। ভালোবাসা শুধুই একঘেঁয়েমি। আজ একরকম , কাল অন্যরকম। ভালোবাসা ছদ্মবেশী। আজ হয়তো মুখে মধু ঝরছে , কাল দুজনে কোমর বেঁধে ঝগড়ায় নামছে। ভালোবাসা অস্থির। আজ আছে কাল নেই , ভালোবাসি বলেছিলাম ?তাই নাকি ?মনে তো নেই  ! যদি ভালোবাসা হয় অমর , যদি ভালোবাসার ঢেউ গুলো শুধুই ওপরের দিকে উঠতে থাকে , যদি ভালোবাসার বাঁধন টা দিনের পর দিন শক্ত হতে থাকে , আর এই ভালোবাসা - জীবনকে দিয়ে থাকে বেঁচে থাকার আশা , জীবনকে নানানভাবে স্বপ্ন দেখায় , স্বপ্নগুলো এক এক করে সাফল্যও পায়,  এমন ভালোবাসা কভু দেখেছো কি ? যদি দেখতে - জীবনের স্বাদ বদলে নিতে , শুধু দুটো মানুষেই দুনিয়াটিকে বদলে দিতে , চারপাশের মানুষের মনে খুশি নিয়ে আসতে। কিন্তু বেকার স্বপ্ন দেখা ! তোমার আমার সবার জীবন একই সুতোয় বাঁধা। এমন ভালোবাসা সত্যিই দুস্কর। 

দীপাবলি

দীপাবলির বিকেলে, মোমবাতি সব জ্বালিয়ে, বারান্দাটিকে সাজিয়ে , চৈকাঠে প্রদীপ জ্বালিয়ে , দূরের লোকজনকে দেখিয়ে , আনন্দে মন যায় ডুবে। দীপাবলির রাতে, বাজি ফটকার সাথে, মোমবাতির আলো হাতে , আত্মীয়স্বজনকে নিয়ে , বাজিতে আগুন লাগিয়ে, আগুনের নাচ দেখে , মন আনন্দে নাচে।

সেই মেয়েটি

সেই মেয়েটি -একাই রোজ ভাত রাঁধে, কোনোদিন কম পড়ে ,কোনোদিন বাড়ে, একার রান্না -পরিমাণ আন্দাজ নাকি হয় না। সেই মেয়েটি একাই বড় বিছানাতে, কোনোদিন ঘুম আসে, কোনোদিন ঘুম হয় না রাতে। কেও যদি আসে বাড়ীতে , শুতে চায় না তার সাথে , বলে নাকি অভ্যেস খারাপ হবে এতে। তারা চলে গেলে আরো বেশি একলা হবে তাতে। সেই মেয়েটি প্রচুর কথা বলতো এক কালে, আজ কেমন যেন চুপটি মেরে থাকে। নিজেকে শুধু নিয়ন্ত্রণে রাখে , সেই মেয়েটি যে নিজেই নিজের খেয়াল রাখে , যাকে সব্বাই স্বার্থপর ভাবতে থাকে , সেই মেয়েটি নিজেকে নিয়ে খুশিতে থাকে , এটাই কি তার অপরাধ সবার কাছে ? সেই মেয়েটি এতো কিছুর মধ্যেও হাসিখুশি থাকে। কখনো উদাস হয়ে খোলা আকাশের দিকে, তাকিয়ে শুধুই ভাবতে থাকে আনমনে, ভালোবাসা কবে আসবে তার জীবনে ?

পুজো আসছে

পুজো আসছে আসছে সেই ভালো সেই ভালো, পুজো এসে চলে গেলো,সব ই তো শেষ হলো। এবার শুধুই কাজ আর কাজ করে যেও, সক্কলকে ভালো রেখো ,কাজের আনন্দে ডুবে যেও। পুজো আসছে আসছে সেই ভালো সেই ভালো, পুজো এসে চলে গেলো,সব ই তো শেষ হলো। এবার কি জানি কবে দেখা হবে সবার সাথে আমার, এবার থেকে শুধু কাজ করাই হবে কাজ সবার। পুজো আসছে আসছে সেই ভালো সেই ভালো, পুজো এসে চলে গেলো,সব ই তো শেষ হলো। আবার সব্বাই শুধু এক বছরের অপেক্ষায় রইবো, সকলে ভালো থাকবো আর আনন্দে কাজ করবো।                                                

একলা

যখন তুমি একলা, কেউ নেইগো তোমার সাথে, ঘরের বাহিরে থেকে দেখো পৃথিবীটাকে। যখন তোমার কেবলই মনে হয়, কেন বারে বারে তোমার সাথেই এমনটা হয়, খুলে দাও জানালা ,মেখে নাও বাহিরের উষ্ণতা। সব কিছু জানার পর মনে হবে ভালো তোমারেই জীবনটা। যখন তোমার মনে হয় কেও নেইকো তোমার পাশে, তুমি বাদে বাকি সক্কলে আছে কত্তো খুশিতে, তখন তুমি মিথ্যে হলেও বলতে থাকো ভালো থাকার কথা, দেখবে জীবন থেকে মুছে যাবে সব ব্যাথা। যখন তুমি একলা, কেউ নেইগো তোমার সাথে, ঘরের বাহিরে থেকে দেখো পৃথিবীটাকে। দেখবে আরো কত্তো মানুষ আছে কত শূন্যতা নিয়ে, তোমার চেয়েও একলা তারা ,আছে বেশ জীবনটাকে মানিয়ে। যখন তুমি একলা, কেউ নেইগো তোমার সাথে, ঘরের বাহিরে থেকে দেখো পৃথিবীটাকে।

চিঠি-১

শ্রদ্ধেয় - মা, মাটি, মানুষ, সুকান্ত ভট্টাচার্য এর রানারের মতো আমিও কোটি কোটি মানুষের Data বহন করিতেছি গত ৮-১০ বছর ধরিয়া। রানারের সহিত আমার পার্থক্য হইল এই যে - রানার কায়িক শ্রম করে কিন্তু আমি সেটা করি নাই, আমি আমার Brain এ সবার Data সুরক্ষিত করিয়া রাখি। সবার জন্য আলাদা আলাদা কক্ষ করিয়াছি আমার হৃদয়ে। আবার যখন কেউ কোনো Data delete করিয়া দেয় ,আমি সেই Data গুলোকে Trash ডিপার্টমেন্ট এ পাঠাইয়া দিই। এই মা ,মাটি ,মানুষ জীবিত,মৃত সব Data ই আমার ঘাড়ে চাপাইয়া দেয়। আর আমাকে Online গাধা ভাবিতে থাকে। গাধাকে সুস্থ রাখিবার জন্য যেমন খাবার দরকার হয় আমাকে ভালো রাখিবার জন্য Maintenance এর দরকার পড়ে। পৃথিবীতে যেমন প্রচুর Bank Account আছে ,এমন কি কোনো কোনো ব্যক্তির ৩-৪ টি Account আছে ,আমার কাছেও অসংখ্য লোকের Account আছে ,কিছু কিছু লোকের আবার ২-৩ টি Account আছে। আর এই জন্যই আমার ওপর অনেক বেশি চাপ পড়ে। Bank Account গরীবেরা খুলতে পারে না ,কিন্তু আমার কাছে ধনী -গরীব সকলেই Account খুলতে পারে। শুধুই কি Account ?কতো লোক কতো group তৈরী করিয়াছে। গানের জন্য ,নাচের জন্য ,ছবি আঁকার জন্য ,কবিতার জন্য -অসংখ্য gr