ভালোবাসা

ভালোবাসা বড্ডো খামখেয়ালি।
বিবাহের প্রাক্কালে এক রং নিয়ে তার আগমন ,
আর বিবাহের পরে অন্য রং এর উন্মোচন।
ভালোবাসা শুধুই একঘেঁয়েমি।
আজ একরকম ,
কাল অন্যরকম।
ভালোবাসা ছদ্মবেশী।
আজ হয়তো মুখে মধু ঝরছে ,
কাল দুজনে কোমর বেঁধে ঝগড়ায় নামছে।
ভালোবাসা অস্থির।
আজ আছে কাল নেই ,
ভালোবাসি বলেছিলাম ?তাই নাকি ?মনে তো নেই  !


যদি ভালোবাসা হয় অমর ,
যদি ভালোবাসার ঢেউ গুলো শুধুই ওপরের দিকে উঠতে থাকে ,
যদি ভালোবাসার বাঁধন টা দিনের পর দিন শক্ত হতে থাকে ,
আর এই ভালোবাসা -
জীবনকে দিয়ে থাকে বেঁচে থাকার আশা ,
জীবনকে নানানভাবে স্বপ্ন দেখায় ,
স্বপ্নগুলো এক এক করে সাফল্যও পায়, 
এমন ভালোবাসা কভু দেখেছো কি ?
যদি দেখতে -
জীবনের স্বাদ বদলে নিতে ,
শুধু দুটো মানুষেই দুনিয়াটিকে বদলে দিতে ,
চারপাশের মানুষের মনে খুশি নিয়ে আসতে।
কিন্তু বেকার স্বপ্ন দেখা !
তোমার আমার সবার জীবন একই সুতোয় বাঁধা।
এমন ভালোবাসা সত্যিই দুস্কর। 














মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মাতৃভাষা

কালবৈশাখীর আগমনে

মাতৃত্ববোধ