দীপাবলি

দীপাবলির বিকেলে,
মোমবাতি সব জ্বালিয়ে,
বারান্দাটিকে সাজিয়ে ,
চৈকাঠে প্রদীপ জ্বালিয়ে ,
দূরের লোকজনকে দেখিয়ে ,
আনন্দে মন যায় ডুবে।

দীপাবলির রাতে,
বাজি ফটকার সাথে,
মোমবাতির আলো হাতে ,
আত্মীয়স্বজনকে নিয়ে ,
বাজিতে আগুন লাগিয়ে,
আগুনের নাচ দেখে ,
মন আনন্দে নাচে।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মাতৃভাষা

কালবৈশাখীর আগমনে

মাতৃত্ববোধ