জন্ম -মৃত্যু

জন্ম যদি হয় ,
মৃত্যুও তাহার সহিত রয়।
জন্ম কভু একা নাহি আসে,
মৃত্যু তাহার পিছে শুধু ভাসে।
একজন পরলোক গমন করিলে ,
অন্যজন তাহার জায়গায় অবশ্যই আসিবে।
জন্মিলে মরিতে হবে ,
কবে,কোথায় ,কিভাবে ,
কেহ তাহা নাহি জানে ,
একজন নিশ্চয় তাহার হিসেব রাখে। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মাতৃভাষা

কালবৈশাখীর আগমনে

মাতৃত্ববোধ