দুষ্টু ছেলের আজব ভাবনা


পড়তে একটুও মন চায় না ,
পড়া ছাড়া কেন দিন কাটে না ?
বনে-জঙ্গলে ঘুরে বেড়াবো,
যা ইচ্ছে তাই করবো।
খেতেও তো বিরক্তি ,
খাবারের কেন যে উৎপত্তি ?
খাবার যদি না থাকতো ,
খেতে, পড়তে যদি না হতো ,
শুধুই ঘুরে বেড়ানো আর খেলাধুলো,
থাকবে শধু দুষ্টুমি আর বন্ধুগুলো।

টাকাই যতো নষ্টের গোড়া ,
টাকা -তুই মরতে পারিস না ?
যা না অন্য কোথাও যা,
তুই না থাকলে দেখবি কত মজা।
সব্বাই হবে এক ,
থাকবে না কোনো ভেদাভেদ।

তোর জন্যই তো সব কাড়াকাড়ি ,
তোর জন্যই তো এতো মারামারি ,
তোর জন্যই তো বাবা মা এর হাঁকাহাঁকি ,
শুধুই বলতে থাকে বাঁচতে হলে চাই চাকরি ,
চাকরি করতে গেলে পড়তে হবে ,
আর ভালো পড়াশুনো করতে গেলে ভালো খেতে হবে।

শুধু তোর জন্যই তো পড়তে হয় ,
তোর জন্যই তো স্কুলে যেতে হয় ,
তোর জন্যই তো বকা খেতে হয় ,
তোর জন্যই তো ২বছর বয়স থেকে দৌড়াতে হয় ,
টাকা একবার যা তুই মঙ্গল গ্রহে  -
দেখবি-গোটা পৃথিবীর মানুষ ছুটছে মঙ্গলের দিকে।
তখন আমায় পড়তে হবে না ,
মানুষগুলো তো ঘর টা নিয়ে যাবে না।
কত্তো ঘর হবে আমার।
মানুষগুলো তো সব্জির গাছগুলো নিয়ে যাবে না -
কি মজা , আমাকে টাকা নিয়ে ভাবতে হবে না।
শুধুই রাঁধবো, খাবো আর ঘুরবো।
কয়েকটা দুষ্টুমিষ্টি বন্ধুদের কাছে রাখবো।
আর তো বকবে না বাবা মা ,
তাই যা না টাকা তুই চলে যা,
আমায় আর সমস্যার মধ্যে ফেলিস না ,
আমার যে পড়তে একটু ও ভালো লাগে না।

  

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মাতৃভাষা

কালবৈশাখীর আগমনে

মাতৃত্ববোধ