যেও না চলে

তুমি যদি কখনো যাও চলে,
আমায় ছেড়ে দূরে বহু দূরে ,
আমি কোথাও যাবো হারিয়ে,
ঠিকানা হবে নদীর ধারে।
কি হবে দূরে গিয়ে,
নাইবা থাকলো টাকা পয়সা,
তোমার অস্তিত্বেই আমার ভরসা।
পাগল হবো আমি আবার তুমি চলে গেলে ,
আসবে যখন ফিরে ,
দেখবে ভাসছি আমি নদীর স্রোতে ,
ওপরে আকাশ,নিচে মাটি ,
মাঝখানে ভাসছি শুধু আমি।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মাতৃভাষা

কালবৈশাখীর আগমনে

মাতৃত্ববোধ