স্বান্তনা

মা গো তোমার মতোই অভিমানী আমি
তাও সকাল সকাল ঝগড়া করলে তুমি ?

মাগো তোমার কষ্টে আমিও কষ্ট পাই
এইটুকু বয়সে সেটা কি করে বোঝাই ?

মাগো ঝগড়া টা বন্ধ কারো বাবার সাথে
ক্ষতি হয় তোমার আর আমার তাতে।

মাগো বাবার কি কিছু যায় আসে তোমার কষ্টে?
তাহলে সেই বেদনায় জড়াচ্ছো কেন আষ্টেপৃষ্টে ?

মাগো তাড়াতাড়ি বড়ো করো আমায়
তোমার নিঃসঙ্গতা যে কাটাতে চায়।

মাগো তুমিই তো বলো আমি বড় হলে
তুমি আমি যাবো একসাথে সিনেমাহলে।

মাগো তোমায় আমি বড্ডো বাসি ভালো
দেখবে,বড়ো হলে তোমার জীবন করবো আলো।

মাগো ততদিন একটু ধর্য্যো ধরো
যতদিন না হচ্ছি আমি বড়ো।

মাগো ততদিন ঝগড়া টা কম করো
আর আমায় শুধু আদর করো।

(৫ বছর বয়সের মেয়ের মা কে দেওয়া সান্ত্বনা )

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মাতৃভাষা

কালবৈশাখীর আগমনে

মাতৃত্ববোধ