ইচ্ছে

ইচ্ছে 

ইচ্ছেগুলো মনের কোনে থেকে মনকে খোঁচা মারলে ভালো
ইচ্ছেগুলো পূরণ না হলেই  সব হয় এলোমেলো।

ইচ্ছেগুলো আকাশকুসুম হলে পূর্ণ হলে ,খুব ভালো লাগে
ব্যর্থ হলেই বেঁচে থাকার ইচ্ছেটাও থাকে না আর মনে।

ইচ্ছে পূরণ না হলে বদলে ফেলো ইচ্ছে কে
 আঁকড়ে আর কদিন ই বাঁচবে সাথে নিয়ে সেই জেদ কে।

তুমিও দেখিয়ে দাও অনেক রাস্তা তোমার খোলা
অনেক রাস্তায় - তোমারি জন্য জ্বলছে কত আলো।

ইচ্ছে পূরণ না হলে আত্মহত্যা করাটা বোকামো
ইচ্ছের কাছে নিজেকে সপেঁ দেওয়াটা মুর্খামো।

একটা ইচ্ছে পূর্ণ না হলে বসে থাকো পরের বছরের জন্য
কিংবা বদলে ফেলো ইচ্ছেটাকে নিজের জীবনের জন্য।









মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মাতৃভাষা

কালবৈশাখীর আগমনে

মাতৃত্ববোধ