আজ, বৃষ্টির সাথে

আজ, বৃষ্টির সাথে 

আজ দিনটা লাগছে বেশ ভালো
ঘরে নেই তেমন কোনো আলো ,
আমি আছি একা ,সাথে বৃষ্টি এক পশলা
জানালা টা সকাল থেকেই যে খোলা।

আজ দিনটা সত্যিই লাগছে বেশ
আজ নেই কারো সাথে কোনো রেশ।
আজ আমি উন্মুক্ত একদম বাঁধন ছাড়া
আজ আমার কোথাও যেতে নেই কোনো মানা।

জানলা দিয়ে লাগছে বেশ আমার প্রকৃতি কে
খেজুর গাছের পাতাগুলো জানালার কাঁচগুলো কে
বৃষ্টি দিয়ে ভিজিয়ে দিচ্ছে বারে বারে
ইচ্ছে করছে কাঁচের জায়গায় আমি ই থাকি পাতার আদর খেতে।

সন্ধ্যে হলেই বাড়ি যাবো
আবার তখন বন্ধনে জড়াবো
আবার আমার পরিবারে বন্দি হবো
এমনি করেই একবার বন্ধন ছাড়া একবার বন্দি রবো।



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মাতৃভাষা

কালবৈশাখীর আগমনে

মাতৃত্ববোধ