ভালো থেকো

হাসতে আমি চাই নি,
হাসার নেইকো কোনো কারণ।
তৃষ্ণা আমার পাই নি-
তবুও জল খাই ,নেই কোনো কারণ।

শরীর তো খারাপ হয় সকলের,
মন খারাপ শুধু পাগলের।
শরীরের জন্য তুমি কত খাও !
আর মন কে তুমি কি দাও?
সময় ?তাও পাই না এই মন,
দুশ্চিন্তার ভিড় অবসর সময়ের কিছুক্ষন।
চুপচাপ ঘুম গভীর রাতের-
সেই সময় শুধু শরীরের।
শরীরকে জাগিয়ে রেখে,
মন কে শুধু তাজা রেখে,
দেখো সমস্যা কেমন  যায় চলে-
ক্রমশ দূরে দূরে।
একরাশ চিন্তার ভীড়
তোমার আমার মনের গভীর
ফেলে দাও ফেলে দাও-
সেইসব জঞ্জাল ডাস্টবিনে।
ভরিয়ে দাও,রাঙ্গিয়ে দাও-
ভালোবাসা আর হাসি তে।

মিথ্যে হলেও হাসো,
প্রানখুলে হাসো,আরো হাসো।
অভিনয় করো হাসার,
অভিনয় করো ভালো থাকার,
অভিনয় বেশিদিন থাকবে না,
জীবন ও থেমে থাকবে না।
কোনো একদিন তুমি বুঝবে-
সব সমস্যা হাসি মুখে
সেদিন তুমি দূর করবে।
সেদিন অভিনয় নয়,
কবে কখন জীবন হয়ে গেছে এই অভিনয়
তুমি বুঝতেও পারবে না।
সেইদিন কোনো সমস্যা আর থাকবে না।
আজ আমি যা বলছি তোমায়-
তুমিও বলবে কিন্তু তারে।
ছড়িয়ে দাও এই হাসি চারিদিকে,
বপন করো ভালো থাকার বীজ এই ভুবনে।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মাতৃভাষা

কালবৈশাখীর আগমনে

মাতৃত্ববোধ