এতো ভীড় তবু একা

চারিদিকে শুধু ভীড় আর ভীড়,
হোয়াটস অ্যাপ, ফেসবুকেও মানুষের নীড়।
অনলাইন অফলাইন সবজায়গায় ভীড়।

তবুও সব্বাই একা ,ভীষণ একা,
মোবাইল ছাড়া জীবনটাই ফাঁকা।
মোবাইলের জন্যই তো আজ মানুষ একা।

এতো ভীড় ,তবু এক শূন্যতা
গ্রাস করে সর্বক্ষণ
পরিশ্রান্ত হয় সর্বজন
লুপ্ত হয় সুখের পূর্ণতা।




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মাতৃভাষা

কালবৈশাখীর আগমনে

প্রকৃতিই আমার ঘর